কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই)
|
৪ জ্যৈষ্ঠ ১৪২৬ |
Saturday, May 18, 2019
ফ্লাইট স্টুয়ার্ড/স্টুয়ার্ডেস পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা পদটিতে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফ্লাইট স্টুয়ার্ড/স্টুয়ার্ডেস
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: এইচএসসি অথবা সমমান পাস। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। ন্যুনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ও লেভেলের জন্য ৫ বিষয়ের গড় ‘ডি’ ও এ লেভেলে দুই বিষয়ের গড় ‘ডি’ থাকতে হবে। বয়স হতে হবে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে।
আগ্রহী প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হবে ২০ মে, ২০১৯ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ সময় : ১০ জুন, ২০১৯ রাত ১২টা পর্যন্ত।
►অথবা বিস্তারিত জানতে এই গ্রূপে জয়েন করতে পারেন Fb.com/groups/jobsA1.CabinCrew