অচেনা নায়ক ! Unseen Hero !!
|
১১ মাঘ ১৪২৪ |
Wednesday, January 24, 2018
ছবিতে যাকে দেখছেন সেই ভদ্রলোকের নাম - সামছুন আরেফিন। ধানমন্ডি থানা নির্বাচন অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করছেন ।
সকাল ১০টা , ভদ্রলোকের সামনে ৪০/৪৫ জনের এক বড়সড় জটলা। কিন্তু তিনি হাসি মুখে সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন। দুই/একজন কিছু বকশিস কিংবা স্পীড মানি দিতে চাইলেও সবিনয়ে তা ফিরিয়ে দিয়ে বলছে - এসব ছাড়াই আপনার কাজটি যথা সময়ে হয়ে যাবে !
এমনকি চা খাবার টাকাও নিচ্ছে না !
একজন সরকারী অফিসের অফিস সহকারীর এমন আচরণে অবাক হলাম !
হতে পারে ভদ্রলোক একটা সাধারণ পোষ্টে চাকরি করে কিন্তু দিন শেষে তার সন্তানেরা গর্ব করে বলতে পারবে আমার বাবা একজন সৎ সরকারি কর্মচারী ছিলেন ! আমি সেই বাবার সন্তান।
উল্টো পথে যাওয়ায় সচিবের গাড়ি আটকে দেয়া সেই ট্রাফিক পুলিশ আর আজকের এই থানা নির্বাচন অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট দেখে এখনো এই দেশ নিয়ে আমি আশাবাদী হই। এই লোকগুলিই একদিন দেশে পরিবর্তন নিয়ে আসবে। সত্যিই।
নির্বাচন কমিশনারের কাছে একান্ত আবেদন হলো , এমন আরো সৎ মানুষদের খুঁজে বের করে তাদের সততার মূল্যায়ণ করা হোক। তাহলে আরো বেশি মানুষ সৎ হতে অনুপ্রাণিত হবে আর মানুষকে সাহায্য করতে এগিয়ে আসবে।
আসুন , সবাই মিলে সামাজের সকল ক্ষেত্রের এসব অচেনা নায়কদের ( unseen heroes ) খঁজে বের করে তাদের সম্মানিত করি । তবেই দেশটা এগিয়ে যাবে।
লেখক : নাজমুদ্দিন মোহাম্মদ ফয়সল , প্রধান নির্বাহী কর্মকর্তা - জবস এওয়ান ডটকম