জবস এওয়ানের এক যুগ পূর্তি
|
২৫ পৌষ ১৪২৩ |
Sunday, January 8, 2017
আন্তরিকতা ও ভালবাসার টানে ৭ই জানুয়ারি জবস এওয়ানের এক যুগ পূর্তিতে শুভেচ্ছা জানাতে এসেছিলো অনেক প্রাক্তণ স্টুডেন্ট। যাদের অনেকেই আজ সেলিব্রেটি নিউজ প্রেজেন্টার, রিপোর্টার কিংবা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে “কেবিন ক্রু / এয়ার হোস্টেস” ।
এ উপলক্ষ্যে বসুন্ধরা সিটির প্রধান কার্যালয়ে কেক কেটে যুগ পূর্তি উদযাপন করা হয়।
৭ই জানুয়ারি জবস এওয়ানের বসুন্ধরা অফিসে সারাদিনই ছিল ভালবাসার ভীড় ! এক যুগ পূর্তিতে জবস এওয়ান এর পরিচালনা পর্ষদ সবাইকে অভিনন্দন জানিয়েছে।