খাওয়াদাওয়ায় রাশ? সাবধান, মোটা হয়ে যেতে পারেন
|
৩ পৌষ ১৪২২ |
Thursday, December 17, 2015
বাড়তি মেদ ঝরাতে বা স্রেফ স্লিম-তর হতে খাওয়ার উপরে রাশ টেনেছেন? আর একবার ভেবে নিন। কেননা, উলটো-পালটা খেয়ে মোটা হওয়ার সূত্রপাত এই নিয়ন্ত্রণ থেকেই হতে পারে।
খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করলে হিতে বিপরীত হতে পারে। কেননা, যে সব হরমোন খিদে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে, এই নিয়ন্ত্রণের ফলে তারা উজ্জীবিত হয় বলে দাবি করেছেন গবেষকরা।
ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার একটি গবেষণায় বলা হয়েছে, ইঁদুরের খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করে দেখা গিয়েছে তারা পরে অনেক বেশি করে খাচ্ছে। ঘ্রেলিন হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়ায় ইঁদুরগুলির খিদে বেড়ে গিয়েছে।
এর থেকেই গবেষকরা মনে করছেন, এইভাবে খাওয়া নিয়ন্ত্রণে সবিশেষ কাজ হয় না। উলটে ক্ষতির সমূহ সম্ভাবনা।