ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে না মেসি
|
৩ পৌষ ১৪২২ |
Thursday, December 17, 2015
দুঃসংবাদ লিওনেল মেসির ভক্তদের জন্য। আর্জেন্টাইন এই খেলোয়াড়ের কিডনিতে পাথর ধরা পড়েছে। আর এই কারণে আজ জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলা হচ্ছে না এই বার্সেলোনা তারকার। তার ক্লাব বার্সেলোনা জানিয়েছে এই তথ্য।
কাতালান জায়ান্টরা ক্লাব বিশ্বকাপ আগে দুবার জিতেছে। একবার ২০০৯ সালে, অন্যবার ২০১১ সালে। এটা তাদের তৃতীয় বিশ্ব শিরোপা জেতার সুযোগ। সেমিফাইনালে প্রতিপক্ষ চীনের গুয়াংঝু এভারগ্রান্ডে। কিন্তু এই ম্যাচে বার্সেলোনা নেইমার ও মেসির কাউকেই পাচ্ছে না। কুঁচকির ইনজুরির কারণে এই ম্যাচে খেলানো হচ্ছে না ব্রাজিল অধিনায়ক নেইমারকে। আর মেসির দুঃসংবাদটা তো আসলো কেবলই।
বার্সেলোনা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, “ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না লিও মেসি। খেলোয়াড়ের রেনাল কলিক হয়েছে।” তারা নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই মেসির রেনাল কলিক ধরা পড়ে। এটা এক ধরণের পেটে ব্যথা। কিডনিতে পাথর হলে যা হয়ে থাকে। আরো মেডিক্যাল টেস্ট করা হবে। তারপর জানা যাবে মেসির ভবিষ্যত। তারে মানে বার্সেলোনা ফাইনালে উঠলেও সেই ম্যাচে মেসির খেলা অনিশ্চিত। ফাইনাল ২০ ডিসেম্বর।