আবারো দেশের জার্সিতে মাঠে নামার স্বপ্ন ইউসূফের
|
৩ পৌষ ১৪২২ |
Thursday, December 17, 2015
এখনও টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নামার স্বপ্ন দেখেন মারকুটে ব্যাটসম্যান ইউসুফ পাঠান। তবে সেটি বেশি দূরের নয়, আগামী বছরের শুরুতেই ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন ভারতীয়। তিন বছর আগে শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ইউসুফ। কিন্তু চলতি বছর রঞ্জি ট্রফিতে পারফর্ম করার পর ফের জাতীয় দলে ফেরার আশা করেন ভদোদরার ৩৩ বছরের এই অল-রাউন্ডার। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকেলও আইপিএল-এ কোলকাতা নাইটরাইডার্সের প্রথম একাদশে নিয়মিত সদস্য পাঠানদের বড় ভাই এখনও টি-২০ ক্রিকেটে যে কোনও দলের ইউএসপি। ইউসুফ বলেন, ‘রঞ্জিতে এবার ভালো পারফর্ম করেছি। আর টি-২০ ফর্ম্যাটে আইপিএলে কেকেআর-এর হয়ে দীর্ঘদিন ভালো খেলে আসছি। নিয়মিত বোলিংও করছি। বিজয় হাজারে ট্রফিতে প্রায় প্রতি ম্যাচেই আমি ৯-১০ ওভার করে বল করেছি। সুতরাং দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলার আশা রাখি। এটাই আমার প্রাথমিক লক্ষ্য।’ ২০০৭-এ ভারতীয় দলে অভিষেক হয় ইউসুফের। সে বছর টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণে ভালো পারফর্ম করে পাঠানদের বড় ভাই। দেশের হয়ে ৫৭টি ওয়ানডে এবং ২২টি টি-২০ খেলেছেন ইউসুফ এখন তাকিয়ে নির্বাচকদের দিকেই।