জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ০৪:৪৮:৪৭

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ শুরু মে মাসে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

| ৩ পৌষ ১৪২২ | Thursday, December 17, 2015

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী বছরের মে মাসে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

সৌদি সরকারের অর্থায়নে ১২শ’ ৯০ মিটার দৈর্ঘ্যের এ সেতুর নির্মাণ ব্যয় হবে ৫শ’ ৪০ কোটি টাকা।

এরই মধ্যে সেতুর টেন্ডার প্রক্রিয়া চলছে জানিয়ে সেতুমন্ত্রী জানান, আগামী ২৬ জানুয়ারি সিডিউল জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চরসৈয়দপুর এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আসন্ন পৌরসভা নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না- সরকারের এ অঙ্গীকারের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন না করেন, সেজন্য সারা দেশে দলীয় জনপ্রতিনিধি ও সব পর্যায়ের নেতাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন মহাসড়কে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে যেসব বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে, আগামী দশদিনের মধ্যে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, দলীয় মন্ত্রী-এমপিদের নামে ব্যবহৃত এসব অপ্রয়োজনীয় বিলবোর্ড মানুষের চলাচলের পথে দৃষ্টি বিভ্রম ও দুর্ঘটনার সৃষ্টি করে।

হাইওয়ের ডিআইজিকে এ ব্যাপারে আমরা নির্দেশও দিয়েছি। বেধে দেওয়া সময়ের মধ্যে নিজে থেকে।

সূত্রঃ ভোরের কাগজ