কোন গন্তব্যে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট?
|
৩ পৌষ ১৪২২ |
Thursday, December 17, 2015
এক সময়কার বিশ্বকাপানো ওয়েস্ট ইন্ডিজ দলটির বর্তমান অবস্থা অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। ক্রিকেট নিয়ে রাজনীতিই বিশ্বকাপানো এই দলটিকে দিন দিন তলানিতে নিয়ে যাচ্ছে।
কর্মকর্তাদের অতি মাত্রায় খবরদারিতে চলছে তাদের ক্রিকেট। তাঁরা যখন যা ইচ্ছে তাই করছেন। আর কাকে কখন যে তাঁরা দল থেকে বাদ দেন, আবার কখন যে কাকে দলে নেন তা বোঝা খুবই মুশকিল। তাঁরা কখন কাকে বাদ দিবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু পরিশেষে যে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটটাই পিছিয়ে যাচ্ছে এটা বোঝার জন্য খুব একটা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না।
এইতো দু’দিন আগে ফের টেস্ট খেলার আকুতি ঝড়েছে উইন্ডিজ ক্রিকেটের বড় বিজ্ঞাপন ক্রিস গেইলের কণ্ঠে। তবে দেশটির বোর্ডের (ডব্লিউআইসিবি) কর্মকান্ডে ক্ষুব্ধ আরেক তারকা ডোয়াইন ব্রাভো তো কর্তাদের ধুয়েই দিলেন। বললেন, ‘তারা ক্যারিবীয় ক্রিকেটকে খুন করছেন!’ সাবেক এই অধিনায়ক বলেছেন, অতিরিক্ত রাজনীতির কারণেই ক্যারিবিয়ান ক্রিকেট আজ দুর্ভোগ পোহাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের সম্পর্ক ভাল নয় বলেই সমস্যা হচ্ছে। যথাযথ সুযোগ-সুবিধার অভাবে সমস্যায় পড়ছেন ক্রিকেটাররা।
এক বছর আগে ভারত সফরের মধ্যপথে ব্রাভোর কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নেতৃত্ব কেড়ে নেয়া হয়। এরপর বিশ্বকাপের দল থেকেও বাদ পড়েন তিনি। ক্ষোভে-দুঃখে গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তবে খেলার মধ্যেই আছেন ব্রাভো। অস্ট্রেলিয়ার টি২০ আসর বিগব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন। ব্রাভো বলেছেন, ‘বাড়াবাড়ি রাজনীতি আমাদের ক্রিকেটকে খুন করে ফেলছে।’ তিনি আরও বলেছেন, ‘বিশ্বের সেরা হওয়ার মতো খেলোয়াড় আমাদের আছে। কিন্তু মাঠের বাইরে অনাকাঙ্খিত অনেক কিছুই হচ্ছে। যার জন্য সব ভেস্তে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সব সত্যি সত্যি শেষ হয়ে যাবে।’ বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে তারা প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস ও ২১২ রানের ব্যবধানে হেরেছে। ব্রাভো মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের ভাগ্য বদলাতে হলে বদলাতে হবে ক্রিকেট কর্তাদের।