এজিয়ান সাগরে শরণার্থী বোঝাই নৌকাডুবিতে নিহত ৫
|
৩ পৌষ ১৪২২ |
Thursday, December 17, 2015
শরণার্থী সংকট যেনো কিছুতেই কাটছেনা।তুর্কি উপকূল থেকে শতাধিক শরণার্থী নিয়ে গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার সময় গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী এজিয়ান সাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ পাঁচ শরণার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
গ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে চল্লিশ শরণার্থীকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সংস্থা ফ্রনটেক্সের একটি টহল নৌকা।