এই সময়ের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক ছবিতে তিনটি ভাষায় সংলাপ বলছেন। ‘মালটা’ শীর্ষক এ ছবিতে তাকে একই সঙ্গে বাংলা, ইংরেজি ও মালটা ভাষায় কথা বলতে দেখা যাবে। ইউরোপের দেশ মালটার মনোরম লোকেশনে এ ছবির অধিকাংশ দৃশ্যই ধারণ করা হচ্ছে। ছবিটি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। এর কাজ প্রায় শেষের পথে। এটি প্রযোজনা করছে ইংল্যান্ড-আমেরিকার ট্রাইটন ফিল্ম প্রডাকশনস ও কেবি পিকচার্স। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘আমার ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে তিনটি ভাষার ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এতে করে দর্শকরা আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। ছবিটির ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। তবে ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং হবে মালটায়। আমার জানা মতে বাংলাদেশের কোনো ছবির শুটিং এর আগে মালটায় হয়নি। বৈচিত্র্যময় আয়োজনে এ ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটিতে সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন বলিউডের বিখ্যাত ছবি ‘চাক দে ইন্ডিয়া’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন কলকাতার সফল নৃত্যপরিচালক আদিল শেখ। আমি এই ছবিতে নিজের অভিনয় প্রতিভার ষোলো আনা উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করছি দেশের চলচ্চিত্রমোদীরা দীর্ঘদিন পর আর্ন্তজাতিক মানের একটি ছবি দেখতে পাবেন।
বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক ছবিতে তিনটি ভাষায় সংলাপ বলছেন। ‘মালটা’ শীর্ষক এ ছবিতে তাকে একই সঙ্গে বাংলা, ইংরেজি ও মালটা ভাষায় কথা বলতে দেখা যাবে। ইউরোপের দেশ মালটাতে এ ছবির সিংহভাগ দৃশ্য ধারণ করা হচ্ছে। ছবিটি নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। এর কাজ প্রায় শেষের পথে। এটি প্রযোজনা করছে ইংল্যান্ড-আমেরিকার ট্রাইটন ফিল্ম প্রডাকশনস ও কেবি পিকচার্স। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘আমার ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে তিনটি ভাষার ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এতে করে দর্শকরা আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। ছবিটির ইংরেজি ভাষায় সংলাপ থাকবে ৩০ শতাংশ, বাংলায় ৬০ শতাংশ এবং বাকি ১০ শতাংশ সংলাপ থাকবে মালটার স্থানীয় ভাষায়। তবে ছবিটির প্রায় ৯০ শতাংশ শুটিং হবে মালটায়। আমার জানা মতে বাংলাদেশের কোনো ছবির শুটিং এর আগে মালটায় হয়নি। বৈচিত্র্যময় আয়োজনে এ ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটিতে সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন বলিউডের বিখ্যাত ছবি ‘চাক দে ইন্ডিয়া’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন কলকাতার সফল নৃত্যপরিচালক আদিল শেখ। আমি এই ছবিতে নিজের অভিনয় প্রতিভার ষোলো আনা উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করছি দেশের চলচ্চিত্রমোদীরা দীর্ঘদিন পর আর্ন্তজাতিক মানের একটি ছবি দেখতে পাবেন।’
সংবাদকন্ঠ.কম |
ফোন: ৮৮ ০২ ৮১৪৪৪৬০, ৮১৪২২৮০ , নিউজ রুম মোবাইল: ৮৮-০১৭১১০৭৪৬১৬
ফ্যাক্স: ৮৮ ০২ ৮১৪২২৮০ ,ইমেইল: sangbadkantha@gmail.com
ঠিকানা : ৬৮/৬৯ ,গ্রীনরোড, কনসেপ্ট টাওয়ার ,৬ষ্ঠ তলা, ঢাকা-১২০৫ ।
কপিরাইট © ২০২০ সকল স্বত্ব ® সংরক্ষিত।
© 2024 সংবাদ কণ্ঠ, All rights reserved.