বান্দরবানে বাস খাদে, নিহত ৭
|
৩ পৌষ ১৪২২ |
Thursday, December 17, 2015
বান্দরবানের লামা উপজেলায় গ্রামীণ ফোনের মালামাল ভর্তি ট্রাক পাহাড়ি খাদে পড়ে সাত কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার ইয়াংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে লামা থানার ওসি আব্দুস সাত্তার জানান। তিনি বলেন, টাওয়ার বসানোর কাজের জন্য যন্ত্রপাতি ও শ্রমিক নিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে লামায় যাওয়ার পথে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আহতদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় এবং ঘটনার আর বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।