জাতীয় পরিচয়পত্র ছাড়া নিবন্ধিত সিমের মেয়াদ ৬ মাস
|
২ পৌষ ১৪২২ |
Wednesday, December 16, 2015
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিম নিবন্ধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে বাধ্যতামূলক করেছেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অন্য যেকোনো বৈধ পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করা হলে তার মেয়াদ থাকবে ৬ মাস। ৬ মাসের মধ্যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধন না করলে ওই সিমটি বন্ধ করে দেওয়া হবে। এখন থেকে নতুন মুঠোফোন সংযোগ কেনার ক্ষেত্রে এনআইডিই ব্যবহার করতে হবে। আজ বুধবার সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিটিআরসি। বিটিআরসির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারি বলেন, ‘যুক্তিসংগত কারণে যাদের এখনো এনআইডি নেই বা নিতে পারেননি, কেবল তারাই অন্য বৈধ পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে পারবেন। এভাবে নিবন্ধিত সিমের মেয়াদ থাকবে ৬ মাস ।’ জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মতো ছবিযুক্ত পরিচয়পত্র দিয়ে সিম কেনা যায়। এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে জানানো হয়, আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করতে হলে এনআইডির কোনো বিকল্প নেই। নিবন্ধনের সময় একজন ব্যবহারকারী সঠিক তথ্য দিচ্ছে কি না, সেটি যাচাই করার একমাত্র উপায় নির্বাচন কমিশনের এনআইডি তথ্যভান্ডার। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে চালু আছে মোট ১৩ কোটি ১৯ লাখ ৯৬ হাজার টি সিম।