নয়া ফরমান, ব্যক্তিগত ঠিকানা নয় তৃণমূল ভবন
|
২ পৌষ ১৪২২ |
Wednesday, December 16, 2015
শঙ্কুকাণ্ডের জেরে তৃণমূল ভবন নিয়ে নয়া ফরমান। এখন থেকে তৃণমূল ভবনকে ব্যক্তিগত ঠিকানা হিসাবে ব্যবহার করতে পারবেন না দলের কোনও নেতা। সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। এর আগে মুকুল রায়ের ব্যক্তিগত ঠিকানা ছিল বাইপাসের তৃণমূল ভবন। একইভাবে তৃণমূল ভবনকে ব্যক্তিগত ঠিকানা হিসাবে ব্যবহার করতেন শঙ্কুদেব পণ্ডা। গতকালই তাঁকে তৃণমূল ভবন ছাড়ার নির্দেশ দিয়েছে দল। এরপরেই আজ তৃণমূল ভবন নিয়ে জারি হল নয়া ফরমান। ব্যক্তিগত ঠিকানার জায়গাতে কখনওই তৃণমূল ভবনের ঠিকানা দিতে পারবেন না কেউই।
সূত্রঃ২৪ঘন্টা