চোরাচালানের দায়ে নাইজেরিয়ায় বাংলাদেশি দণ্ডিত
|
২ পৌষ ১৪২২ |
Wednesday, December 16, 2015
নাইজেরিয়ার একটি আদালত তেল চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি ও ফিলিপাইনের ৫ নাগরিককে দোষী সাব্যস্ত করেছেন। তাঁদের হয় কারাভোগ করতে হবে, না হয় মোটা অংকের জরিমানা দিয়ে ছাড়া পেতে হবে। গতকাল মঙ্গলবার এএফপি এ তথ্য জানায়।
এ বছরের মার্চ মাসে লাগোস লেগুন থেকে তাঁদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। জানানো হয়, এই ৯ জন অবৈধভাবে এমটি অ্যাস্টেরিস জাহাজে ৩,৪২৩ টন অপরিশোধিত তেল চোরাচালানের উদ্দেশে মজুদ রেখেছিল।
আদালতের রায়ে, অপরিশোধিত তেল চোরাচালানের উদ্দেশে মজুদ রাখায় তাঁদের বিরুদ্ধে ৪ টি পৃথক অভিযোগ আনা হয়। প্রতিটিতে আদালত ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তবে সবগুলোর সাজাই একইসাথে চলবে। অন্যথায় অপরাধীদের প্রত্যেককে ১ লাখ ডলার করে জরিমানা দিতে হবে।যা প্রায় ৮০ লাখ টাকার সমান।
ইতিমধ্যে সরকার ওই জাহাজটি বাজেয়াপ্ত করেছে।কেবল চুরির কারণে আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া প্রতিবছর প্রায় ৬০০ কোটি ডলার রাজস্ব হারায়।তাই তেল চুরি বন্ধে তৎপর দেশটি।