সমালোচনার মুখে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
|
২ পৌষ ১৪২২ |
Wednesday, December 16, 2015
বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বিনা মূল্যের ওয়ানড্রাইভ স্টোরেজ সীমিত করে দেওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছে ।ওয়ানড্রাইভ স্টোরেজ বিনা মূল্যে দেওয়ার পরিকল্পনা নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
গত মাসে মাইক্রোসফট ঘোষণা করেছিলো যে, আগামী বছর মাইক্রোসফট বিনা মূল্যে ক্লাউড স্টোরেজ হিসেবে পাঁচ গিগাবাইট জায়গা বরাদ্দ রাখবে, যা আগে ছিল ১৫ গিগাবাইট। মাইক্রোসফটের দাবি, তাঁরা বিনা মূল্যে ক্লাউডে যে জায়গা দিচ্ছে, তা ছয় হাজার ৬০০ অফিস ডকুমেন্ট ও এক হাজার ৬০০ ছবি রাখার জন্য যথেষ্ট।
নতুন গ্রাহকেরা এখন ওয়ান ড্রাইভে মাত্র ৫ জিবি জায়গা পাবেন। বর্তমানে যাঁরা মাইক্রোসফটের গ্রাহক, তাঁরা ১৫ গিগাবাইট ব্যবহার করতে পারবেন।
অফিস ৩৬৫ সেবা গ্রহীতাদের ক্ষেত্রেও আনলিমিটেড স্টোরেজ সুবিধা সীমিত করে দিচ্ছে মাইক্রোসফট। মাসিক ৭ মার্কিন ডলার দিয়ে যাঁরা মাইক্রোসফটের অফিস ৩৬৫ সেবা নেবেন, তাঁরা ১ টেরাবাইট জায়গা পাবেন।
মাইক্রোসফট যে আনলিমিটেড ক্লাউড সেবা দিচ্ছিল, তার অপব্যবহার করেছেন কিছু গ্রাহক ,জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ । তারা আরও জানিয়েছেন, আনলিমিটেড সুবিধা নিয়ে দরকারি কাজের বদলে ব্যক্তিগত কম্পিউটারের ফাইল ও মুভির সংগ্রহ ক্লাউডে ব্যাকআপ করে রেখেছে অনেকে।কিন্তু সমালোচনা এড়াতে বিষয়টি নিয়ে ভাবছে মাইক্রোসফট।