পরিচালকের উপর রেগে গেলেন ‘ক্যাটরিনা’
|
২ পৌষ ১৪২২ |
Wednesday, December 16, 2015
রেগে আগুন বলিউডের হার্টথ্রব নায়িকা ক্যাটরিনা কাইফ। তবে হৃদয়ঘটিত কোনো কারণে নয়। ফিতুর একটি দৃশ্য নিয়ে ভীষণ চটেছেন এ লাস্যময়ী কন্যা। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রকাশিত খবরে বলা হয়েছে, এ সিনেমায় নায়ক-নায়িকার একটি অন্তরঙ্গ দৃশ্য শুট করার পর তা পরিচালকের মনমতো হয়নি। পরিচালক এ দৃশ্যটি পুনরায় শুট করতে বলেন। আর এতেই রেগে যান ক্যাটরিনা। এ সময় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। পরে প্রযোজক ক্যাটরিনাকে শান্ত করেন।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এমনিতেই কঠিন কাজ। তাই পুনরায় এ দৃশ্যে অভিনয় করা আমার জন্য বেশ কষ্টসাধ্য।’
শুরু থেকেই ফিতুর সিনেমা নিয়ে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে পরিচালক অভিষেক কাপুরকে। এ সিনেমায় অভিনেত্রী রেখাকে নির্বাচন করা হয়েছিল একটি চরিত্রে কিন্তু তা ভেস্তে যায়। পরবর্তী সময়ে নায়িকা ক্যাটরিনাকে নিয়েও বেশ বেগ পেতে হচ্ছে এ নির্মাতাকে। এতে ক্যাটের বিপরীতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর।