সৌদির মৃত্যুদণ্ড কার্যকর গিয়ে দারালো ১৫১
|
২ পৌষ ১৪২২ |
Wednesday, December 16, 2015
মঙ্গলবার রক্ষণশীল সৌদি আরব খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনের দণ্ড কার্যকর করে। এটি সৌদি আরবে চলতি বছরে ১৫১তম মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।
ছুরি চালিয়ে একজনকে হত্যার দায়ে সুলতান আল দসারি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইছা প্রদেশে। তলোয়ার দিয়ে শিরশ্ছেদ করে অভিযুক্তের দণ্ড কার্যকর করা হয় সৌদি আরবে। তবে কীভাবে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তা উল্লেখ করা হয়নি।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত দুই দশকের মধে চলতি বছরে এ সংখ্যা সর্বোচ্চ। এর আগে ১৯৯৫ সালে ১৯২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তবে ২০১৪ সালে দেশটিতে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদিতে দণ্ড কার্যকরের পরিমাণ ছিল অনেক কম। দেশটিতে বিচারের স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। তবে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় সব সময় বলে আসছে, অপরাধ কমাতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে।
অ্যামনেস্টির মতে, চীন ও ইরানের পরে সৌদি আরব বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ। দেশটির আইন অনুসারে, মানবহত্যা, মাদকপাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ এবং ধর্মত্যাগ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।