সঠিক সময়ে মুক্তি পাচ্ছে না ‘বাহুবলি’
|
২ পৌষ ১৪২২ |
Wednesday, December 16, 2015
আলোচিত তামিল চলচ্চিত্র ‘বাহুবলি’ সিক্যুয়ালের চিত্রায়ন শুরু হয়েছে চলতি মাসে। কিন্তু নানা বিবেচনায় পিছিয়ে গেল মুক্তির তারিখ। ২০১৬ সালে মুক্তি পাচ্ছে না এসএস রাজামৌলির সিনেমাটি।
ডিএনএ জানায়, ‘বাহুবলি— দ্য কনক্লুশান’ পূর্ব নির্ধারিত তারিখের বদলে মুক্তি পাবে ২০১৭ সালে জানুয়ারিতে। দ্বিতীয় পর্বে আবারো দেখা যাবে প্রভাস, রানা ডগ্গুবতী, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়াসহ প্রথম পর্বের অন্য তারকাদের।
প্রথমে শোনা গিয়েছিল সিনেমাটি দ্বিতীয় পর্বে কাহিনীর ইতি ঘটবে। কিন্তু অক্টোবরে টুইটার রাজামৌলি জানান, দ্বিতীয় পর্বে বর্তমান কাহিনী শেষ হবে। এরপর নির্মিত হবে ‘বাহুবলি থ্রি’। এতে কাহিনীর বর্ণনা ও চিত্রায়নে থাকবে ভিন্নতা, যা সিনেমার পর্দায় আগে দেখা যায়নি।
আরো জানানো হয়, তৃতীয় পর্বে থাকছেন না আগের দুই কিস্তির প্রধান অভিনেতা প্রভাস।
চলতি বছরের জুলাইয়ে চারটি ভাষার মুক্তি পায় ‘বাহুবলি— দ্য বিগিনিং’। মুক্তির ৫ দিনের মাথায় আয় করে নেয় ২০০ কোটি রুপি। ইতোমধ্যে ইন্ডিয়ান বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৫০০ কোটি রুপির বেশি।