প্লুটোর নতুন ছবি প্রকাশ করল নাসা
|
১ পৌষ ১৪২২ |
Tuesday, December 15, 2015
লুটোর বিস্তীর্ণ বরফে ঢাকা উপত্যকা এই প্রথম নজরে এল। নিউ হরাইজন-এর পাঠানো ছবিতে ধরা পড়ল নাসার বৈচিত্রময় ভূগঠনের ছবি।
এবছরের জুলাই মাসে, প্লুটো-র সবচেয়ে কাছে গিয়েছিল নাসার নিউ হরাইজন মহাকাশযান। তুলেছিল সৌরমণ্ডলের একদম উপান্তে থাকা এই গ্রহের বেশ কিছু ছবি। তারই একটিকে কালার এনহান্স করে এবার প্রকাশ করল নাসা।
এই ছবিতে ধরা পড়েছে প্লুটোর ভৌগোলিক গঠন। মোটামুটি ভাবে ৮০ কিমি একটি অঞ্চল দেখা গিয়েছে ওই ছবিতে। গ্রহের উত্তর-পশ্চিমের স্পুটনিক প্লেনাম, আল-ইদ্রিসি পর্বতমালা থেকে তীরবর্তী এলাকা—সবই এসেছে এই ছবিতে।
প্লুটোর এই বৈচিত্রময় ভূগঠনের ছবিগুলি নাসার বিজ্ঞানীদের এই গ্রহের ভূতত্ব সম্পর্কে নতুন অনেক তথ্য সরবরাহ করেছে। নাইট্রোজন বরফে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা এই প্রথম নজরে এল নাসার