ডিএসইতে সূচকের পতন অব্যাহত
|
১ পৌষ ১৪২২ |
Tuesday, December 15, 2015
টানা সপ্তম দিনের মত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পতনের ধারায় রয়েছে। মঙ্গলবার সকালেও ডিএসইতে লেনদেন শুরু হয়েছে নিম্নমুখী প্রবণতায়। সেই সঙ্গে লেনদেনে চলছে ধীরগতি।
সপ্তাহের তৃতীয় কার্যদবসে বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ১১.৬২ পয়েন্ট কমে ৪ হাজার ৫২২.২৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ ইনডেক্স সূচক ও ডিএসই শরীয়াহ সূচক কমেছে। আর লেনদেন হয়েছে মাত্র ৯০ কোটি ৫০ লাখ টাকা।
এসময়ে ডিএসইতে শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৭২ টি কোম্পানির শেয়ারের। ১৩৭ টি কোম্পানির শেয়ারের দর কমেছে । এছাড়া দর অপরিবর্তিত আছে ৫৯টি কোম্পানির শেয়ারের।
ডিএসইতে ২ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৩৩৮ টি শেয়ার ৩৫ হাজার ২৫২ বার হাত বদল হয়েছে।