কার হাতে এবারের বিপিএলের তৃতীয় ট্রফি?
|
১ পৌষ ১৪২২ |
Tuesday, December 15, 2015
আর মাত্র একটি ম্যাচ পরেই নির্ধারণ হয়ে যাবে বিপিএল-এর তৃতীয় আসরের শিরোপাধারী দলের নাম। মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস, নাকি মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ানস। কার মাথায় উঠবে সেরার মুকুট?
সেটা জানতে আর কেবল একটি ম্যাচই অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে গড়াবে ভিক্টোরিয়ানস-বুলস ফাইনাল মহারণটি।
গ্রুপ পর্বে ১০ ম্যাচ ৭ জয়ের সাথে ১৪ পয়েন্ট অর্জন ছিল বরিশালের। নক আউট পর্বেও সাফল্যটা ধরে রেখেছে তারা। দারুণ পারফর্ম করে এখন ফাইনালে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলটির তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস জানালেন, ফাইনালে শিরোপা জিততে আত্মবিশ্বাসী তার দল। নিজেদের সেরাটাই খেলবে বুলসরা।
অন্যদিকে, মাশরাফির ভিক্টোরিয়ান্সরাও পিছিয়ে নেই। টুর্নামেন্ট জুড়েই বেশ ধারাবাহিক তারা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল। সেই ধারাবাহিকতা ফাইনালেও অব্যাহত থাকবে বলে আশাবাদ মাশরাফি। জানালেন, এখন পর্যন্ত যেভাবে চেয়েছেন, সেভাবেই সব হয়েছে। আর ফাইনালে আরেক বার সেটাই করে দেখানোর পালা।
তবে কুমিল্লা-বরিশালের উভয়েরই প্রতিপক্ষের প্রতি সমীহ আছে। সামান্য একটু মনোযোগ হারালেই পা হড়কে যেতে পারে। পুরো টুর্নামেন্টের সমাপ্তিটা হতে পারে হতাশার। তাই খুব বেশি গা ঝাড়া দেওয়ার সুযোগ নেই কোন দলেরই।
যদিও শেষ হাসিটা কেবল একটি দলই হাসবে। তবে তার আগে মাঠে ব্যাট-বলের যুদ্ধে লড়াইয়ের ঝাঁঝটা দেখতে অপেক্ষারত ক্রিক্রেটপ্রেমীরা। এখন কুমিল্লা-বরিশাল খেলোয়াড়দের সেটি কেবল মাঠে করে দেখানোর পালা।