জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ০৫:০০:৫৯

হঠাৎ চলে যাওয়া ষাটের দশকের একজন অন্যতম কবি ওমর আলীর একটি কবিতা।

| ১ পৌষ ১৪২২ | Tuesday, December 15, 2015

কবি ওমর আলী ২০ অক্টোবর ১৯৩৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং  ৩ ডিসেম্বর ২০১৫ পরলোক গমন  করেন।

তার লিখা  কবিতা।

সময়

সময় তো চলে যায়, সমুদ্রের ঢেউয়ের মতন

শেষ হয় তীরে গিয়ে, জীবন ফুরিয়ে যায় ঠিক

এখনি যখন প্রতি মুহূর্তের অতীতে গমন;

নতুন মুহূর্ত ফের জন্ম নেয়, সুখের দিকে

যায় যেন মরণের দিকে কোনো নতুন অতীতে।

যেমন একটি ফের সূর্যোদয় থেকে ক্রমাগত

সন্ধ্যার চরম কোণে যেতে থাকে মৃত্যু ছুঁয়ে নিতে,

রাতের আঁধাররেখা স্পর্শ করে সূর্য হয় গত।

অলংকরণ: অশোক কর্মকারআমারও প্রাণের আয়ু শেষ হয়ে যেতেছে তাহলে,

একটি নিশ্বাস থেকে মনে হয় আরেক নিশ্বাসে

আমিও যেতেছি কমে; যে রকম ধীরে ধীরে গলে

মোমের প্রদীপ জ্বলে আগুনের উত্তাপে, বাতাসে।

তাহলে, কী হবে, যদি আমারও সময় শেষ হয়,

কী হবে, হে প্রভু, পাব সে মুহূর্তে তোমার আশ্রয়?