বেগম জিয়ার সঙ্গে টমাস শ্যাননের বৈঠক
|
১ পৌষ ১৪২২ |
Tuesday, December 15, 2015
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যাননের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার সকালে বেগম জিয়ার গুলশানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন ছাড়াও এ বৈঠকে অংশ নেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
এক ঘন্টার এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।