খুলে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগের সব মাধ্যম
|
৩০ অগ্রহায়ন ১৪২২ |
Monday, December 14, 2015
টুইটার, স্কাইপ, ভাইবার ও ইমোসসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার বিকালে তারানা হালিম সাংবাদিকদের জানান, এখন থেকে সামাজিক যোগাযোগের কোনো মাধ্যম আর বন্ধ নেই।
গতকাল রবিবার রাতে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার, টেলিকমিউনিকেশন অ্যাপ স্কাইপ এবং ইমো বন্ধ করে দেয় সরকার। এর আগে ফেসবুক, ভাইবার ও হোয়াটস আপ বন্ধ করা হয়। ২২ দিন পর ফেসবুক খুলে দেয়া হলেও ভাইবার ও হোয়াটস আপ এতদিন বন্ধ ছিল।
এদিকে, নিরাপত্তার স্বার্থে টুইটার-স্কাইপে ও ইমো বন্ধ করার কথা বলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এ ব্যাপারে তার মন্ত্রণালয় কিছু জানে না।