জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:২৮:৩৩

খুলে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগের সব মাধ্যম

| ৩০ অগ্রহায়ন ১৪২২ | Monday, December 14, 2015

টুইটার, স্কাইপ, ভাইবার ও ইমোসসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।



 সোমবার বিকালে তারানা হালিম সাংবাদিকদের জানান, এখন থেকে সামাজিক যোগাযোগের কোনো মাধ্যম আর বন্ধ নেই।



গতকাল রবিবার রাতে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার, টেলিকমিউনিকেশন অ্যাপ স্কাইপ এবং ইমো বন্ধ করে দেয় সরকার। এর আগে ফেসবুক, ভাইবার ও হোয়াটস আপ বন্ধ করা হয়। ২২ দিন পর ফেসবুক খুলে দেয়া হলেও ভাইবার ও হোয়াটস আপ এতদিন বন্ধ ছিল।



এদিকে, নিরাপত্তার স্বার্থে টুইটার-স্কাইপে ও ইমো বন্ধ করার কথা বলা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এ ব্যাপারে তার মন্ত্রণালয় কিছু জানে না।