সৌভাগ্যবান সানিয়া
|
৩০ অগ্রহায়ন ১৪২২ |
Monday, December 14, 2015
এই মৌসুমটা দারুণ কেটেছে সানিয়া মির্জার। বিশ্ব টেনিস ৠাংকিংয়ের দ্বৈতের শীর্ষস্থানটাও দখল করেছেন তার অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে। শুধু তাই নয়। তবে সবই সম্ভব হয়েছে নাকী সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বাধার কারণেই। চলতি মৌসুমে সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জিতেছেন নয়টি শিরোপা। ডব্লিউটিএ ফাইনালসের সঙ্গে সানিয়া মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বেইজিং, উহান, গুয়াংজু, ইউএস ওপেন, উইম্বলডন, চার্লস্টন, মায়ামি ও ইন্ডিয়ান ওয়েলসে। তাই হায়দরাবাদের টেনিস সুন্দরী সানিয়া মির্জার মতে, তার এমন সৌভাগ্য নাকি বয়ে এনেছে আসলে হিঙ্গিসই।