টেস্ট ইতিহাসে ছক্কার দ্বিতীয় সেঞ্চুরিয়ান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম
|
৩০ অগ্রহায়ন ১৪২২ |
Monday, December 14, 2015
১৩৮ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০ ছক্কা মারার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে। গিলক্রিস্ট অবসরে। তাই তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে ম্যাককালামের সামনে। ডানেডিন টেস্ট শুরুর সময় ম্যাককালামের টেস্ট ছক্কার সংখ্যা ছিল ৯৭টি। প্রথম ইনিংসে ১টি ছক্কা মেরেছেন। আর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথকে দুটি ছক্কা মেরে টেস্টের বিরল একটি রেকর্ড নাম লিখিয়েছেন। হয়েছেন ছক্কার সেঞ্চুরিয়ান। ছক্কার প্রথম সেঞ্চুরিয়ান গিলক্রিস্টকে পেতে টেস্ট ইতিহাসকে ১৩০ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০০৭ সালের নভেম্বরে এই রেকর্ড গড়েন তিনি। হোবার্টে সেটি ছিল গিলক্রিস্টের ১৩০তম টেস্ট ইনিংস। এরপর আরো ৭টি ইনিংস খেললেও আর ছক্কা মারা হয়নি গিলক্রিস্টের। ১০০ ছক্কা নিয়েই টেস্ট থেকে অবসরে গেছেন তিনি। ছক্কার সেঞ্চুরির পরই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন ম্যাককালাম। তাই এই টেস্টে গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে ম্যাককালামকে ছুঁতে তার লেগেছে ১৭০ ইনিংস। এটি তার ৯৮তম টেস্ট। গিলক্রিস্ট খেলেছিলেন ৯৬ টেস্ট। ম্যাককালামের আগেই গিলক্রিস্টকে ধরে ফেলার বা ছাড়িয়ে যাবার সম্ভাবনা ছিল আরো দুজনার। একজন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। অন্যজন ভারতের বিরেন্দর শেবাগ। ১৬৬ টেস্টের ২৮০ ইনিংসে ৯৭টি ছক্কা ক্যালিসের। ২০১৩ সালে অবসরে চলে গেছেন তিনি। শেবাগ কিছুদিন আগে অবসরের ঘোষণা দিলেও ২০১৩ সালের পর আর কোনো টেস্ট খেলা হয়নি তার। ১০৪ টেস্টের ১৮০ ইনিংসে ৯১টি ছক্কা তার। তবে টেস্ট ইতিহাসের তৃতীয় ছক্কার সেঞ্চুরিয়ান হওয়ার যথেষ্ট সম্ভাবনাই আছে ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব ২০১৪র সেপ্টেম্বরের পর আর কোনো টেস্ট খেলেননি। তবে খেলবেন। এখন পর্যন্ত ১০৩ টেস্টের ১৮২ ইনিংসে ৯৮টি ছক্কা মেরেছেন গেইল। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মারার ইতিহাসে তৃতীয় তার অবস্থান। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি মোহাম্মদ রফিকের। ৩৩ টেস্টের ৬৩ ইনিংসে ৩৪টি ছক্কা মেরেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন বর্তমানের ব্যাটসম্যান তামিম ইকবাল। ৪২ টেস্টের ৮০ ইনিংসে ২৭টি ছক্কা তার।