আয়কর বিষয়ক রচনায় সেরা ১২ শিক্ষার্থী
|
২৭ অগ্রহায়ন ১৪২২ |
Friday, December 11, 2015
আয়কর বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের মূল দপ্তরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান এ ঘোষণা দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, নাম ঘোষণার পর তা পত্রিকায় প্রকাশ করা হবে। দেশের অসংখ্য প্রতিযোগী অংশ নেয় রচনা প্রতিযোগিতায়। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে শীর্ষস্থান অধিকারীদের নির্বাচিত করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় ছিল ‘আমরা কেন আয়কর দেব’ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনার বিষয় ছিল ‘বাংলাদেশের উন্নয়নে আয়করের ভূমিকা’। মোট ১২ জন বিজয়ী হয়েছে। পুরস্কার হিসেবে প্রথম বিজয়ী পাবে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড, দ্বিতীয় ২০ হাজার, তৃতীয় ১৫ হাজার এবং চতুর্থ থেকে ষষ্ঠ বিজয়ীরা পাবে তিন হাজার টাকার প্রাইজবন্ড। সব বিজয়ীকে সম্মাননা স্মারক দেওয়া হবে। জাতীয় আয়কর দিবস ২০১৫ উপলক্ষে মাধ্যমিক (ষষ্ঠ-দশম) ও উচ্চ মাধ্যমিক (একাদশ-দ্বাদশ) পর্যায়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে এনবিআর।