তিন ম্যাচে নিষিদ্ধ শোয়েনস্টেইগার
|
২৭ অগ্রহায়ন ১৪২২ |
Friday, December 11, 2015
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্মান মিডফিল্ডার বাস্টিয়ান শোয়েনস্টেইগারকে ইংলিশ লিগের তিন ম্যাচে বসে থাকতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের সময় প্রতিপক্ষ ডিফেন্ডার উইনস্টন রিডের সঙ্গে বিবাদে জড়িয়ে নিয়মভঙ্গ করেছেন শোয়েনস্টাইগার। সুতরাং জার্মান তারকাকে তিন ম্যাচ নিষিদ্ধ করলো ইংলিশ ফুটবল এসোসিয়েশন (এফএ)। যদিও ম্যানইউ এই শাস্তির বিপক্ষে আপিল করবে বলে জানিয়েছে।
ওল্ড ট্র্যাফোর্ডে গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের সাথে গোলশুন্য ড্র করে ম্যানচেস্টার। ওই ম্যাচে হাত দিয়ে ওয়েস্ট হ্যামের সেন্টার ব্যাক রিডকে আঘাত করেছিলেন শোয়েনস্টেইগার। রেফারি ও তার সহকারীদের চোখ এড়িয়ে যায় ঘটনাটা। কিন্তু ভিডিও ফুটজে দেখে অ্যাকশন নেয় ফুটবল সংস্থা। শোয়েনস্টেইগার নিজেও তার দোষ স্বীকার করেছেন। ফুটবল সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “বাস্টিয়ান শোয়েনস্টেইগারকে তিন ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে। এটা আক্রমণাত্মক আচরণের জন্য যা খেলোয়াড় স্বীকার করেছে। ম্যাচ কর্মকর্তারা তা না দেখলেও ভিডিওতে ধরা পড়ে।” বোর্নমাউথ, নরউইচ সিটি ও স্টোক সিটির বিপক্ষের ম্যাচ তিনটি মিস করবেন শোয়েনস্টেইগার।
তবে ২৮ ডিসেম্বর চেলসির বিপক্ষে আবারও ম্যানইউর জার্সিতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (মঙ্গলবার) ভলফসবার্গের বিপক্ষে মাঠে নামতে নামছেন শোয়েনস্টাইগার।