ফেসবুকে মেয়ের ছবি শেয়ার করলেন বাবা জুকেরবার্গ
|
২৭ অগ্রহায়ন ১৪২২ |
Friday, December 11, 2015
দেখতে দেখতে ১০ দিন হয়ে গেল। মার্ক জুকেরবার্গ-প্রিসিলা চ্যানের ঘরে এসেছে নতুন অতিথি। সাধ করে মেয়ের নাম রেখেছেন ম্যাক্স। ফেসবুক স্রষ্টার রাজকন্যার মুখ দেখতে গোটা বিশ্ব এতদিন মুখিয়ে ছিল। এ বার নিজের ফেসবুক ওয়ালে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন জুকেরবার্গ।
ছবিতে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে শুয়ে রয়েছেন জুকেরবার্গ। ছবির ক্যাপশন- ‘ফুল অফ জয় উইথ লিটল ম্যাক্স।’ রাত পৌনে একটায় পোস্ট করা এই ছবি এখন ফেসবুকে ভাইরাল।
পয়লা ডিসেম্বর প্রিসিলার কোল আলো করে এসেছে ছোট্ট ম্যাক্স।