আসছে বাস্তবের ‘মিরাকিউরল’? সব অসুখ সারবে এক ওষুধেই!
|
২৭ অগ্রহায়ন ১৪২২ |
Friday, December 11, 2015
প্রফেসর শঙ্কুর মিরাকিউরল বড়ির কথা মনে আছে? যে ওষুধ সারিয়ে দিতে পারত সব অসুখই। কল্পবিজ্ঞান নয়,বাস্তবের মিরাকিউরল তৈরির কাজে বিজ্ঞানীরা এবার বেশ কয়েক কদম এগিয়ে গেলেন।
কাজটা শুরু হয়েছিল ডায়াবেটিস মোকাবিলা করার নয়া টেকনিকের সন্ধানে। সেই সন্ধান করতে গিয়েই এমন এক অ্যান্টি ডায়াবেটিক কম্পাউন্ডের সন্ধান পেয়েছেন যার ক্ষমতা অনেকটা মিরাকিউরল বড়ির মতই।
এই কম্পাউন্ড ডায়েবেটিস প্রতিরোধে ব্যবহৃত হলেও বিশেষ এক টেকনিকের মাধ্যমে এক সঙ্গে অনেকগুলো কোষ রিসেপ্টরকে সক্রিয় করে তোলার ক্ষমতা রাখে।
‘‘বর্তমান যে টেকনিকগুলি প্রচলিত তার তুলনায়, এই ওষুধ ব্যবহারের পদ্ধতি অনেক বেশি কার্যকরী এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন।এই পদ্ধতি এক সঙ্গে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে।’’ জানিয়েছেন এই গবেষণার অন্যতম প্রধান প্যাট্রিসিয়া এইচ ম্যাকডোনাল্ড।
বছর তিনেক আগে রিচার্ড এ লার্নার এবং সহযোগীরা অটোক্রিনেসিলেকসন নামে একটি পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে শুধুমাত্র কোনও নির্দিষ্ট অসুখ নয় এক সঙ্গে আরও বেশ কিছু সেল রিসেপ্টরকে সক্রিয় করে তোলা যায় যার মাধ্যমে এক সঙ্গে বেশ কিছু রোগ প্রতিরোধ সম্ভব।
এরপর থেকেই লার্নার ল্যাবরেটরিতে এই টেকনিক আরও উন্নত করার চেষ্টা চলেছে। সেই চেষ্টার ফলেই এমন এক পদ্ধতির সন্ধান পেয়েছেন যার সাহায্যে একই সঙ্গে কোল্ড ভাইরাসের মোকাবিলা যেমন করতে পারে তেমন আটকাতে পারে ক্যান্সারের সংক্রমণ। সারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে টাইপ টু ডায়াবেটিস।শরীরে বাড়িয়ে দেয় আরবিসি।