ফেসবুক পেজ ‘মজা লস’র অ্যাডমিন আটক
|
২৬ অগ্রহায়ন ১৪২২ |
Thursday, December 10, 2015
ফেসবুকের পেজ ‘মজা লস’র এডমিন রেফায়েতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে ফেইসবুক পেইজ ‘মজালস’র অ্যাডমিন রিফায়েতকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার নামে তথ্য-প্রযুক্তি আইনে বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম।
কয়েক দিন ফেসবুক বাংলাদেশে বন্ধ ছিল (২৩ দিন)। এখন এ মাধ্যমটি খুলে দেওয়া হয়েছে।