জুয়েলারী জগতে আলোচনার কেদ্রবিন্দুতে “ডায়মন্ড সিটি” কেবিন ক্রূ/ ফ্লাইট স্টুয়ার্ড নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ছেলেমেয়ে উভয়ই) বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে লোক নিবে নভো এয়ারলাইন্স, যোগ্যতা HSC, আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই। অচেনা নায়ক ! Unseen Hero !! কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ,যোগ্যতা উচ্চ মাধ্যমিক ,আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ই বিনা অভিজ্ঞতায় “কেবিন ক্রু” পদে চাকরি, যোগ্যতা HSC পাশ, বেতন ৮০০০০ টাকা ইউএস-বাংলার বহরে নতুন বোয়িং যুক্ত ‘চাকরির হতাশায়’ ঢাবি গ্রাজুয়েটের আত্মহত্যা ! নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন , মিডিয়াতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ জবস এওয়ানের এক যুগ পূর্তি
ঢাকা, ডিসেম্বর ২৩, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, স্থানীয় সময়: ০৯:২৭:৪৯

তাসকিনের নামের প্রতারণার চেষ্টা ! নারীরা সাবধান !!

| ২৮ আশ্বিন ১৪২২ | Tuesday, October 13, 2015

ফেসবুকে যেমন ভালো মানুষ রয়েছেন, তেমনি খারাপ মানুষের আনাগোনাও কম নয়। বরং, খারাপ মানুষের সংখ্যাই যেন বেশি। বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক। এই যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে প্রতারণার চেষ্টা অনেক পুরনো ঘটনা। এবার এমন ঘটনার শিকার হলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।

শুধু ফেক আইডি খুলেই ক্ষ্যান্ত হয়নি সেই প্রতারক। তাসকিনের নামে অ্যাকাউন্ড খুলে এক নারীর সঙ্গে সম্পর্কও গড়ে তুলেছে সে এবং ওই নারীর কাছ থেকে দু’লাখ টাকাও দাবি করে। এমনকি ওই নারী নাকি তাসকিন নামে প্রতারককে ১ লাখ টাকা দেয়ার প্রস্তুতিও নেন।

ঘটনাচক্রে আসল তাসকিনের সঙ্গে দেখা হয় সেই নারীর এবং বড় অংকের ক্ষতি থেকে বেঁচে যান তিনি। ঘটনার বর্ণনা তাসকিন নিজেই দিয়েছেন তার অফিসিয়াল ফেসবুক পেইজে। পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন তাসকিন। তার নিজের ভেরিফাইড পেইজে তাসকিন যা লিখেছেন সেটাই হুবহু তুলে ধরা হলো পাঠকদের জন্য…

আসালামু আলাইকুম সকলকে,

আজ সকালে অনুশীলনে যাবার সময় আমার বাসার নিচে দুইজন মেয়ে মানুষ আসে। আমি বললাম, জি বলেন। মেয়েটা একটা ফেইক আইডি দেখিয়ে জিজ্ঞাসা করলো, এইটা আমার আইডি না কি। আমি বললাম না। তখন মেয়েটা আমাকে বলেন প্রায় ১ মাস ধরে তার সাথে চ্যাটিং ও ফোনে কথা বলছে ফেইক আইডির এই মানুষটির সাথে।

মেয়েটির কাছ থেকে ২ লক্ষ টাকা চায় সেই ফেইক তাসকিন আহমেদ এবং মেয়েটি ১ লক্ষ টাকা দেয়ার প্রস্তুতিও নেয়। আজকেই ভাগ্যক্রমে আমার সাথে দেখা হয় এবং সে এই বিপদ থেকে বেঁচে যান। সবাই এমন ফেইক আইডি এড়িয়ে চলুন। আমার এই আইডি ছাড়া আর কোন ফেসবুক আইডি নেই। সবাই মেসেজটি শেয়ার করে উপকার করবেন।

ধন্যবাদ।

- তাসকিন আহমেদ