জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল আটক
|
২১ ফাল্গুন ১৪২১ |
Thursday, March 5, 2015
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের আইনজীবী এডভোকেট তাজুল ইসলামসহ তিন জনকে আটক করেছে পল্টন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে অ্যাডভোকেট তাজুলসহ চেম্বারে থাকা কয়েকজন জুনিয়র আইনজীবীকেও আটক করা হয়।
এছাড়া ওই চেম্বারে কর্মরত পিয়ন ও গার্ডদেরকেও নিয়ে যাওয়া হয়েছে বলে শীর্ষ নিউজকে জানিয়েছেন অ্যাডভোকেট তাজুলের অফিস সহকারী মো. খসরু। তিনি জানান, স্যারদেরকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। তবে পল্টন থানার ডিউটি অফিসার লায়কুজ্জামান জানান, ‘এ বিষয়ে আমি কিছু জানিনা।’ এদিকে কেন তাকে আটক করা হয়েছে এ বিষয়ে কিছুই জানা যায়নি।