কেজরিবালের বিপুল সাফল্যের কারণগুলো দেখব একঝলকে
|
২৮ মাঘ ১৪২১ |
Tuesday, February 10, 2015
দিল্লিতে ঝাড়ু ঝড়, কিন্তু ঠিক কী কারণে ফের একবছরের মধ্যে দিল্লির তখতে ফিরে এল আম আদমি পার্টি এবং কেজরিবাল। দেখে নেব একনজরে
>দিল্লির রাজনীতির মঞ্চে কেজরিবালের গ্রহণযোগত্যা, তাঁর পুরনো ভুলের জন্যে জনসাধারণের কাছে ক্ষমা চাওয়া এবং অবশ্যই ফের নিজের যোগত্যার জোরে >নির্বাচনের আগে মানুষের কাছাকাছি পৌঁছে ভোটযুদ্ধে লড়া।
>নির্বাচনী প্রচার তিন-চার মাস আগে থেকেই শুরু করে দেওয়া।
>বড় সমস্যাকে প্রাধান্য না দিয়ে, স্থানীয় ছোট ছোট সমস্যাকেও গুরুত্ব দেওয়া।
>দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রবণতা
>বিদ্যুত্ এবং জল কর কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি
>দিল্লিতে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর ফের মানুষের সমস্যা বুঝে, তাঁদের বিশ্বাস জিতে লড়াইয়ে ফিরে আসার ইচ্ছা।
>কংগ্রেসের নিশ্চিহ্ন হয়ে যাওয়া
>বিজেপির ভুলগুলো সামনে এনে তার বিরুদ্ধে প্রচার চালানো
>শুধু মোদী হাওয়ার ওপরই নির্ভর করা এবং বিজেপির অতিরিক্ত আত্মবিশ্বাস
>বিজেপি প্রার্থী কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচার করা
>বিজেপি নেতাদের সরাসরি চ্যালেঞ্জ করার ক্ষমতা